‘মা’ ডেকে সিএনজিতে তুলে শিক্ষার্থীর শ্লীলতাহানি, বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৪, ২২:১৬
অ- অ+

রাজধানীর তেজগাঁও এলাকায় এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার নাম- আমীর হোসেন (৭০)।

মঙ্গলবার রাতে বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন।

তিনি বলেন, আমীর হোসেন নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তেজগাঁও থানার বিজয়সরণী মোড়ে সিএনজির ভেতর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে। পরে আজ অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নারী বেসরকারি একটি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী।

ঘটনার বিষয়ে ভুক্তভোগীর অভিযোগের বরাত দিয়ে ওসি মহসীন বলেন, 'সোমবার বিকালে ওই শিক্ষার্থী বাসায় ফেরার জন্য ফার্মগেটে অপেক্ষা করছিলেন। এসময় আমীর হোসেনও ওই স্থানে ছিলেন। তখন আমীর হোসেন তাকে প্রস্তাব দেন ভাড়া শেয়ার করে যৌথভাবে সিএনজিতে যাওয়ার। যৌথভাবে গেলে ভাড়া কম লাগবে তাই রাজি হন ভুক্তভোগী শিক্ষার্থী। এছাড়া ৭০ বছর বয়সী আমীর হোসেন তাকে 'মা' ডাকায় তিনিও আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু গাড়িতে উঠেই বৃদ্ধ আমীর শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। যৌথভাবে ভাড়ার কথা থাকলেও আমীর নিজেই পুরো ভাড়া দিয়ে দেন এবং তার নম্বর দিয়ে দেন। ভুক্তভোগী লোকলজ্জায় কাউকেই কিছু বলেননি। আজ বিকালে আমীর হোসেন আবারও তাকে ফোন দেন এবং একসঙ্গে যাওয়ার প্রস্তাব দেন। পরে তিনি পুলিশে অভিযোগ করলে তেজগাঁও থানার ফার্মগেট মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে আমীর হোসেনকে গ্রেপ্তার করে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা