নওগাঁ-২ নির্বাচন: স্বতন্ত্র মেহেদীকে প্রতীক বরাদ্দের নির্দেশ হাইকোর্টের

নওগাঁ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৪, ২৩:৫৫| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০৬
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া মো. মেহেদী মাহমুদ রেজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

এর আগে মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করা হয়।

শুনানির পর মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী জাহাঙ্গীর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগে গত ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক। ওইদিনই ওই আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।

এরপর ৪ জানুয়ারি এ আসনে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করে কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি এখানে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।

এ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আমিনুল হক ভোটের ৯ দিন আগে ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওই দিনই ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। ৪ জানুয়ারি এ আসনের নির্বাচনের পুনঃতফশিল ঘোষণা করা হয়। ১২ ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণের তারিখ রয়েছে।

আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, তফশিল অনুসারে প্রয়াত আমিনুল হকের নাতি মেহেদী মাহমুদ রেজা ১৭ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ১ শতাংশ ভোটারের সমর্থনসংক্রান্ত জটিলতায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করে দেন।

এর বিরুদ্ধে আপিল করলে ২৪ জানুয়ারি তা খারিজ করে দেয় নির্বাচন কমিশন। পরে হাইকোর্টে রিট করেন তিনি।

(ঢাকাটাইমস/৩জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা