ডিএমপি একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৮:৩৮ | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৪, ১৮:৩৪

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পূর্ণাঙ্গ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ আজ জনগণের বন্ধু হিসেবে গড়ে উঠেছে।’

বুধবার রাজধানীর তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের মাঝে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চকলেট উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আজকে পুলিশ জনগণের বন্ধু হিসেবে গড়ে উঠেছে। আমরা দেখেছি কোভিডের সময় ছেলে তার মায়ের হাসপাতালের বেডে ফেলে চলে গেছে। এই পুলিশ সেই সময়ের মৃত মানুষদের দাফন কাফন করেছে। এই পুলিশ সেই পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশের স্বপ্ন দেখতেন। পুলিশ জনগণের বন্ধু হিসেবে চেয়েছিলেন। আজকের ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পূর্ণাঙ্গ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ এই কর্মকাণ্ড। আমি মনে করি তারা যে জনগণকে ভালোবাসে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভালোবাসে ও ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর জায়গা নিয়ে যেতে চায় তারই প্রতিফলন এটি। পুলিশ যে জনগণের বন্ধু তারই প্রমাণ দিচ্ছে আমাদের পুলিশ বাহিনীর সবাই। যখনই প্রয়োজন হয় তখনই দেখা যায় পুলিশ বাহিনী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।‘

মন্ত্রী বলেন, আগে আমরা ছোট বেলায় পুলিশকে দেখলে ভয় পেতাম। আর এখন পুলিশ আমাদের বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে। পুলিশকে দেখলে মনে হয় আমাদের বিপদ আপদ হলে তারা আমাদের পাশে থাকবে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তিনি শুধু জনগণের জন্য না, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্যও চিন্তা করেন। তিনি বেদে সমাজ, হিজড়া সমাজসহ সবার জন্য কাজ করে যাচ্ছেন।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :