অনেক দেশ থেকে বাংলাদেশের চিকিৎসা সেবা এগিয়ে: স্বাস্থ্যমন্ত্রী

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৭ | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৬

বাংলাদেশের চিকিৎসাসেবার মান নিয়ে কোনো প্রশ্ন নেই বিশ্বের অনেক দেশ থেকে দেশের চিকিৎসা সেবা এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

শনিবার বিকালে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাস্থ্যমন্ত্রীকে সংবর্ধনা দিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এই অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন আমন্ত্রিত অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক, বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, বিএসএমএমই’র সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রমুখ

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, ‘মন্ত্রিত্ব পাওয়ার পর আমার সবচেয়ে বড় হাদিয়া হলো আমাদের চিকিৎসক ভাই-বোনেরা চিকিৎসকরা সাহায্য করলে সব সমস্যা সমাধান করা সম্ভবতিনি বলেন, ‘বাংলাদেশের চিকিৎসাসেবার মান নিয়ে কোনো প্রশ্ন নেই বিশ্বের অনেক দেশ থেকে আমরা এগিয়ে আছি তবে আমাদের একটা ভালো পরিবেশ প্রয়োজন মেধা-যোগ্যতায় আমাদের কোনো ঘাটতি নেই, ভালো পরিবেশ পেলে চিকিৎসাসেবায় অনেক উন্নত দেশকেও ছাড়িয়ে যাবো আমরা

চিকিৎসকদের সুরক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব পাওয়ার পরপরই চিকিৎসক সুরক্ষার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি তিনি নিজেও এসব বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার বিষয়ে বলেছেন সিলেটের ঘটনা নিয়েও বারবার খোঁজ নিয়েছেন

মন্ত্রী বলেন, ‘প্রান্তিক এলাকায় যদি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া যায় তাহলে শহরের হাসপাতালগুলোতে অনেক চাপ কমে যাবে আমি বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই চিকিৎসকদের জন্য আমার দরজা সবসময় খোলা, আমি সাধারণ মানুষ, আগে যেমন ছিলাম এখনো তাই আছি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে একটি হাসপাতালের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখন সারাদেশের হাজার হাজার হাসপাতালের দায়িত্ব পালন করবেন তিনি নিজের হাসপাতাল চালাতে গিয়ে সমস্যাগুলো সরাসরি ফেস করেছেন। সুতরাং মাঠ পর্যায়ের সমস্যাগুলোও তার ভালো জানা সমস্যা সমাধানে কী করতে হবে সেটাও তিনি ভালো বুঝেন

চিকিৎসকদের উদ্দেশে অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ‘ডা. সামন্ত লাল সেনের জন্য কারো উপদেশ প্রয়োজন নেই তিনি নিজে চিকিৎসকদের সবকিছু ভালো জানেন বুঝেন আমাদের কাজ হবে তাকে সর্বাত্মক সহযোগিতা করা

ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘আমরা বিশ্বাস করি ডা. সামন্ত লাল সেন চিকিৎসকদের জন্য ভালো কিছু করবেন অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে আমরা চিকিৎসক সমাজ তাকে আন্তরিক সহযোগিতা করবো সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা স্বাস্থ্যব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে পারবো

বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ইতোমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের দৃশ্যমান কিছু কাজ দেখতে পেয়েছি শরীয়তপুরের ড্যামুডায় একজন চিকিৎসকের ওপর হামলা হওয়ার অল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে আটক করা হয়েছে মন্ত্রী মহোদয়ের সরাসরি হস্তক্ষেপে এটা সম্ভব হয়েছে

অনুষ্ঠানে স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ জামালউদ্দিন

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/টিআই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

নারী মাদকসেবীদের চিকিৎসায় দশ বছরে আহ্ছানিয়া মিশন

সুস্থ আছেন জোড়া মাথা আলাদা করা দুই শিশু: স্বাস্থ্যমন্ত্রী

রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করব না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :