বিকালে বসছে সংসদের মুলতবি সভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৩| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৫
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সভা শুরু হবে রবিবার বিকাল পৌনে ৫ টায়।

এই অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে এই সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ৩০ জানুয়ারি। সেই দিন চলতি সংসদ রবিবার বিকাল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মুলতবি শেষে আজ সংসদ অধিবেশন বসতে যাচ্ছে।

প্রথম অধিবেশনে টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের স্পিকার পুনর্নির্বাচিত হন ড. শিরীন শারমিন চৌধুরী। ডেপুটি স্পিকার নির্বাচিত হন অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু।

অধিবেশনের শুরুতে রীতি অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন।

এই অধিবেশনে বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা এবং উথাপিত হবে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/জেএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমাদের মধ্যে মতানৈক্য দেশটাকে খেয়ে ফেলবে: মির্জা আব্বাস 
নৌপথে অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা