সিঙ্গাইরে ফের অগ্নিকাণ্ড

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৬
অ- অ+

মানিকগঞ্জের সিঙ্গাইরে এক দিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সময় ৮টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৬ লক্ষ ৭০ হাজার টাকার মালামালের ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার ভোররাতে উপজেলার চান্দহর ইউনিয়নের চকপালপাড়া গ্রামের খেজুরতলা মোড়ের মজিবরের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে রাতে দোকানের ভিতরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তাৎক্ষণিক ছড়িয়ে পড়ে। পাশের দোকানের লোকজন আগুন দেখে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সম্পূর্ণ দোকান ভস্মীভূত হয়ে যায়।

সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইসতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রায় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১৬ লাখ ৭০ হাজার টাকার মালামালের ক্ষতি সাধন হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রদল কমিটি ঘোষণার জেরে চুয়েটের ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: চাঁদাবাজি নয়, দোকান দখল নিয়েই বিরোধে হত্যা
তোফায়েল বনাম শেখ সেলিম: আ.লীগের রাজনীতিতে কে বেশি ক্ষমতাবান ছিলেন?
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা