মাগুরায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ 

মাগুরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৫
অ- অ+

মাগুরার সদর উপজেলায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

সরকারের ভর্তুকি উন্নয়ন সহায়তায় দুটি কম্বাইন্ড হারভেস্টার, একটি রাইস ট্রান্সপ্লান্ট কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

কম্বাইন্ড হারভেস্টার পেয়েছেন সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ধলফা বগুড়া গ্রামের তোফাজ্জল হোসেন ও আঠারোখাদা ইউনিয়নের আড়াইশত গ্রামের সুইট কুমার এবং রাইস প্লান্ট মেশিনটি পেয়েছেন হাজীপুর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের সাইদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. রেজাউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শেখ মো. রেজাউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কমিশনার (ভূমি) মো. সাদ্দাম হোসেন।

(ঢাকা টাইমস/১৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
জুবাইদা রহমানে বদলে যেতে পারে সিলেটের ‘হিসাব-নিকাশ’
ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির কাজ চলছে: আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা