জামালপুরে ইউনিয়ন বিএনপির সভাপতিকে অব্যাহতি

জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোঁচা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মতলুব হোসেন বাবুকে সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ বিষয়ে ফুলকোঁচা ইউনিয়ন বিএনপির সভাপতি মতলুব হোসেন বাবুর বক্তব্য পাওয়া যায়নি।
মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না আপনারা জানেন। আমাদের ফুলকোঁচা ইউনিয়ন বিএনপির সভাপতি উপজেলা নির্বাচনের কর্মকাণ্ডে জড়িত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগের কারণে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
(ঢাকা টাইমস/১৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন