রাঙামাটিতে লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত

রাঙামাটি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৭

রাঙামাটিতে লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের শালবাগানে ঘটনা ঘটে।

নিহত একজনের নাম নবীর হোসেন, আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ বলেন, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের শালবাগান এলাকায় রাঙামাটি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি লরি সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে করে লরি এবং অটোরিকশা খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :