বিপিএল: ঢাকার বিপক্ষে দুপুরে মাঠে নামছে খুলনা টাইগার্স

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৩
অ- অ+

একদিন বিরতির পর আজ আবার মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের চট্টগ্রাম পর্বের খেলা। অন্যদিনের মতো আজও অনুষ্ঠিত হবে দুইটি ম্যাচ। আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা ও খুলনা টাইগার্স। টানা চার জয় দিয়ে বিপিএল শুরু করা খুলনা মুখ থুবড়ে পড়েছে এরপর থেকে। টানা পাঁচ হারে তারা প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাওয়ার পথে। ১০ ম্যাচে মাত্র এক জয় পাওয়া দুর্দান্ত ঢাকার বিপক্ষে আজ তাদের জয়ে ফেরার মোক্ষম সুযোগ।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর দুইটায়।

বারবার ভেন্যু বদলালেও বদলায়নি দুর্দান্ত ঢাকার ভাগ্য। ১০ ম্যাচ খেলে মাত্র ১ জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে ঢাকা। টানা হারে ক্ষত-বিক্ষত ঢাকা আজকের ম্যাচে জয় দিয়ে আবারও ফিরতে চায় জয়ের ধারায়।

অন্যদিকে টানা চার জয় দিয়ে বিপিএল শুরু করা খুলনা টাইগার্স পরের পাঁচ ম্যাচেই পেয়েছে হারের তিক্ত স্বাদ। যার ফলে তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে। আজকের ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের দৌঁড়ে টিকে থাকতে চায় তারা।

(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে কোরবানির জন্য প্রস্তুত ৬২ হাজার পশু
পূবাইলে শ্রমিক দল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন 
এবার সস্ত্রীক কারাগারে সেই মিল্টন সমাদ্দার
বোট ওয়ার্কশপ কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা