জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

জামালপুর সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় সিনহাত (১৭) ও মো. কাঁকন মিয়া (১৭) নামে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার শাহবাজপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহবাজপুর কাচারি মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান তারা।
নিহত কাঁকন শাহবাজপুর কাচারিপাড়া এলাকার সোহেল রানার ছেলে এবং সিনহাত পিঙ্গল হাঁটি গ্রামের মো. সুমন মিয়ার ছেলে। তারা উভয়ে দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব আলী জানান- দুপুরে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে কাচারিপাড়া এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুইজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন