৫ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৫ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। ফলে যাত্রী ও চালকদের মাঝে স্বস্তি ফিরেছে। পরিবহনগুলো সড়কে মহাসড়কে যাতায়াত করছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়। পরে সকাল ৯টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
এরআগে যানজটের কারণে ভোগান্তিতে পড়ে ঢাকা ও উত্তবঙ্গগামী পরিবহনগুলো। যানজটের ফলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পরিবহনগুলো বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করে।
পুলিশ জানায়, রবিবার রাত ২টার দিকে মহাসড়কের জোকারচর এলাকা একটি ট্রাক বিকল এবং আজ সোমবার ভোর ৪টার দিকে হাতিয়া এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় কোনো হতাহত না হলেও বিকল ও দুর্ঘটনাকবলিত গাড়ি সরাতে সময় লেগে যায়। এরফলে মহাসড়কের প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এগুলো দ্রুত সরাতে কাজ করে।
বগুড়াগামী বাস চালক আকবর আলী ও যাত্রী করিম হোসেন বলেন, মহাসড়কের জোকারচর এলাকায় দুর্ঘটনার জন্য বেশ কিছু সময় যানজটের কবলে পড়েছিলাম। এতে আমাদের অনেক ভোগান্তি পোঁহাতে হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, সড়কে দুর্ঘটনার কারণে থেমে থেমে যানজট সৃষ্টি হয়। সেগুলো সরাতে সময় লাগে। পরে বেলা ৯টার পর যান চলাচল স্বাভাবিক হয়।
(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন