নড়াইল ভিক্টোরিয়া কলেজে জমিদার আমলের ‘গ্যালারি ভবন’ সংস্কার শুরু

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৭
অ- অ+

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে জমিদার আমলে নির্মিত ‘গ্যালারি ভবন’ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ কাজের উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর খান সাহাবুদ্দিন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের সহকারী পরিচালক গোলাম ফেরদৌস, সহকারী প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী প্রকৌশলী হাসনুল হাবীব, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকারিয়া, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক ছাত্র জেলা আওয়ামী লীগ নেতা হাফিজ খান মিলন, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ, সাধারণ সম্পাদক এস এম পরাণসহ অনেকে।

কলেজ সূত্রে জানা যায়, জমিদারদের আমলে নির্মিত হয়েছে-নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের নান্দনিক ‘গ্যালারি ভবন’। এই ভবনে ৮০-এর দশকেও ক্লাস করতেন শিক্ষার্থীরা। ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত হওয়ার পর প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কারের উদ্যোগ নিয়েছে। ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে ভবনটি সংস্কার করা হচ্ছে। এই অর্থ বছরেই কাজ শেষ হবে। এই ভবনটির বিশেষত্ব হলো-গ্যালারি সিস্টেমে ক্লাসে বসার ব্যবস্থা। এছাড়া ভেতর ও বাইরে নান্দনিক কারুকার্যমন্ডিত দেওয়াল ও পিলার।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় প্রেসক্লাবের সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা জামালপুরের কৃষক 
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা