গায়ক শুভ্র দেবের বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন প্রিন্স মাহমুদ

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩২| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪২
অ- অ+

সংগীত বিভাগে এ বছর একুশে পদক পাওয়া কণ্ঠশিল্পী শুভ্র দেব সত্য গোপন করছেন বলে অভিযোগ জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদের। তাকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জবাবও দিয়েছেন তিনি। বুধবার দুপুর ২টায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তার দাবি, তিনি গান নেওয়ার জন্য কখনো শুভ্র দেবের বাসায় যাননি।

প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘আমি অতি ক্ষুদ্র মানুষ। কিন্তু মিথ্যা বলি না। তিনি সত্য গোপন করছেন। কিছুদিন আগে কেন, আমি তাকে ২৫ বছরে ফোন করি নাই। ভদ্রলোকের বাসা যে পল্লবী এটা জানতাম না। সবসময় আমি সবার থেকে দূরে থাকতে পছন্দ করি। অতি নিকটজন না হলে আড্ডায় বসি না, কোথাও গিয়ে বসে থাকা তো দূর। পুরনো দিনে গানের যোগাযোগ সব স্টুডিওতে হতো। কাজ শেষ হলে এক মুহূর্ত স্টুডিওতে আড্ডা দেই নাই।’

বিতর্কের শুরু যেখান থেকে

সংগীতে অবদান রাখায় এ বছর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পেয়েছেন গায়ক শুভ্র দেব। পদকপ্রাপক হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই নানা আলোচনা-সমালোচনা। দেশে এত এত গুণী এবং প্রবীণ শিল্পী থাকতে তিনি কীভাবে, কোন যোগ্যতায় একুশে পদক পেলেন, ওঠে সেই প্রশ্ন।

এই বিতর্কে শামিল হন প্রিন্স মাহমুদও। তিনি গত ১৩ ফেব্রুয়ারি ফেসবুকে একটি পোস্ট দেন, যা শুভ্র দেবের একুশে পদক পাওয়াকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করে।

প্রিন্স মাহমুদ ফেসবুকে যা লিখেছিলেন

‘দেশের সংগীতে শুভ্র দেবের অবদান আছে কিন্তু তার চেয়ে অনেক বেশি অবদান লাকী আখন্দ, আইয়ুব বাচ্চু, ফুয়াদ নাসের বাবু, নকিব খান, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, হামিন আহমেদ, মাকসুদুল হক, মাহফুজ আনাম জেমস এবং প্রিয় গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী ও শহীদ মাহমুদ জঙ্গির। প্রিয় শুভ্র দেবের উচিত এই প্রসঙ্গে কথা বলা। নিজে পদক না গ্রহণ করে সত্যিকার মেধাবীকে পদক দিতে বলার এই সংস্কৃতি এখনই শুরু হোক।’

জবাবে শুভ্র দেব যা বলেন সংবাদমাধ্যমে

গায়কের ভাষায়, ‘প্রিন্স মাহমুদ কাজের ক্ষেত্রে আমার অনেক ছোট। একটা সময় গান নেওয়ার জন্য সে আমার পল্লবীর বাসায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। সেগুলো বলতে চাই না। সে তো আমাদের লেভেলের কেউ না। আমি তাদেরই গণ্য করবো যাদের বিশ্বসংগীতে অনেক বেশি কন্ট্রিবিউশন রয়েছে। যারা সমালোচনা করছে তারা জেলাসের জায়গা থেকে সমালোচনা করছে। এসব বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না।’

অর্থাৎ, সংবাদমাধ্যমের কাছে শুভ্র দেবের দাবি, গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ একসময় তার গান নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন। বুধবার দেওয়া পোস্টে সেই মন্তব্যেরই প্রতিবাদ করলেন প্রিন্স। নেটজনতাও প্রিন্স মাহমুদকে নিয়ে করা শুভ্র দেবের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন, জানিয়েছেন নিন্দা।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ আটক ১
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের বড় ভাই দেলোয়ার গ্রেপ্তার
২৪ ঘণ্টায় মহাখালী কাণ্ডসহ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা