শিবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৪
অ- অ+

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় সাইদুল ইসলাম (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।

বুধবার বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চৌমাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম বগুড়ার সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ধাওয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মাটি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, মোকামতলা বন্দরের সোনাতলা রোড থেকে বগুড়া-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন মোটরসাইকেল চালক ডাবলু মিয়া ও আরোহী সাইদুল ইসলাম। এ সময় বগুড়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সাইদুল ইসলাম ছিঁটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ ঘটনায় আহত হন শিবগঞ্জের চন্ডিহারা এলাকার বাসিন্দা মোটর সাইকেল চালক ডাবলু মিয়া (৪০)। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা