সাতক্ষীরার সীমান্তে বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৬| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৪
অ- অ+

সাতক্ষীরার হাড়দ্দহা সীমান্তের ইছামতি নদীর চর থেকে ভারতীয় বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে সীমান্ত নদী ইছামতীর বাংলাদেশ পাড়ে বিএসএফ সদস্যের মরদেহ পড়ে থাকতে থেকে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা।

বৃহস্পতিবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ভারতীয় বিএসএফের টহল টিমের একটি বোট ডুবে যায়। সে সময় অন্যান্য সদস্যরা তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন ওই বিএসএফ সদস্য মোহাম্মাদ রিয়াজ উদ্দীন (৩০)। তিনি ভারতীয় সোবাহাম বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন।

শুক্রবার সকালে শাখরা বিজিবি বিওপির ইনচার্জ নায়েক সুবেদার আনিসুর রহমান ও ভারতীয় ৮৫ বিএসএফের কমান্ড্যান্ট অনুরাগ মনি এর মধ্যস্থতায় মরদেহ উদ্ধারপূর্বক ভারতীয় বিএসএফ নিয়ে যায়।

সাতক্ষীরা ১৭ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল সানবির হাসান মজুমদার জানান, ঝড়ের কবলে পড়ে টহল বোট ডুবে যায়। পরে ওই বিএসএফ সদস্য নিখোঁজ ছিলেন। সকালে তার মরদেহ ভারতীয় পাড়ে পাওয়া গেছে। যদিও স্থানীয়রা জানান মরদেহটি বাংলাদেশ পাড়ে ছিল। পরে ওপারে নিয়ে যাওয়া হয়েছে।

(ঢাকা টাইমস/২৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুব মহিলা লীগের নেত্রী রিতা খান গ্রেপ্তার
সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী গ্রেপ্তার, কী মামলা যুব মহিলা লীগের এই নেত্রীর বিরুদ্ধে?
সাতক্ষীরা আ.লীগের ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু গ্রেপ্তার
জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবাধে ঢুকছে ভারতীয় পণ্য, আঙুল ফুলে কলা গাছ লাইন বাহিনী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা