ভাঙারি দোকানে মর্টারশেল, উদ্ধার করে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৫
অ- অ+

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উদ্ধার হওয়া মর্টারশেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর ১৪ সদস্যের একটি বোমা বিশেষজ্ঞ দল মর্টারশেলটি ধ্বংস করে। নিষ্ক্রিয় করার সময় মর্টারশেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। সময় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া মর্টারশেল নিষ্ক্রিয় করার দৃশ্য দেখতে ওই এলাকায় শত শত মানুষ জড়ো হয়। তবে দর্শনার্থীদের নিরাপদ দূরত্বে রেখেই মর্টারশেলটি নিষ্ক্রিয় করে সেনাবাহিনী।

এর আগে তেঁতুলিয়ার বাংলাবান্ধায় একটি ভাঙারির দোকান থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণামর্টারশেলটি পাথরের গাড়িতে করে পার্শ্ববর্তী কোনো দেশ থেকে আসতে পারে।

জানা যায়, গত ২৭ ডিসেম্বর বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছিল। সেটি সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের বোমা বিশেষজ্ঞ টিম নিষ্ক্রিয় করে। ওই মর্টারশেলটি মুক্তিযুদ্ধের সময়কার ছিল বলে ধারণা করা হয়েছিল।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, বাংলাবান্ধার সিপাইপাড়ার একটি ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেলটি উদ্ধার করা হয়। সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটকে জানানোর পর তা নিষ্ক্রিয় করা হয়।

উল্লেখ্য, আনিছুর নামে এক ফেরিওয়ালা ভাঙারি সংগ্রহ করে গত ১৫ ফেব্রুয়ারি রাতে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারের মেসার্স রুপা ট্রেডার্স নামে ভাঙারি দোকানে বিক্রি করে। রাতে লোহা কিনতে এসে এক ব্যক্তি মর্টারশেলটি দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ মর্টারশেলটি দোকানের ভেতরে গর্ত করে বালুর বস্তা দিয়ে চাপা দিয়ে রাখে এবং সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ ইউনিটকে জানায়।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা