মধুখালীতে অসহায় পরিবারের পাশে স্বপ্নের শহর মধুখালী স্বেচ্ছাসেবী সংগঠন

ফরিদপুরের মধুখালীতে একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বপ্নের শহর মধুখালী স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি পরিবারটিকে এক মাসের বাজার করে দিয়েছে। একই সঙ্গে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছে।
জানা গেছে, ওই অসহায় নারী থাকেন উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামে। তার স্বামী মারা গিয়েছেন এবং তিনি অন্যের বাড়ি কাজ করে তার জীবন অতিবাহিত করছেন। তার অনেক বয়স হওয়ার কারণে এখন ঠিকমতো কাজও করতে পারেন না। তিনি স্বপ্নের শহর মধুখালী বাগাট ইউনিয়ন শাখার সদস্য সচিব মো. ইলিয়াস মুন্সীর কাছে বিষয়টি তুলে ধরেন। তৎক্ষণাৎ স্বপ্নের শহর মধুখালী টিম এক মাসের বাজার করে দেন এবং তাকে সবধরনের সহায়তার আশ্বাস দেন।
স্বপ্নের শহর মধুখালীর স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, আমরা মধুখালীর সকল ইউনিটের সদস্যদের নিয়ে অসহায় মানুষের সেবা করে যাবো। তিনি এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সেবামূলক কাজে অংশ নিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এআর)

মন্তব্য করুন