ঢাকায় অফিসার্স ক্লাবের ভোট গ্রহণ চলছে, ৫ পদে লড়ছেন ৬০ প্রার্থী

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫২| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৩
অ- অ+
ভোটের আমেজে সরগরম অফিসার্স ক্লাব

ঢাকায় সরকারি কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

পাঁচটি পদের বিপরীতে ৬০ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। তাদের মধ্যে ২২ জন নির্বাচিত হবেন। গঠনতন্ত্র অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব পদাধিকার বলে অফিসার্স ক্লাবের চেয়ারম্যান। তাই এ পদে নির্বাচন হয় না। বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাধারণত ভোট গ্রহণ শেষে গণনা করতে ভোর হয়ে যায়। তাই ফলাফল প্রকাশ করা হতে পারে ভোরে। বিগত দিনে এমনই হয়েছে।

এই নির্বাচনে মোট ভোটার পাঁচ হাজার ৩৬৭ জন। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন ১ ফেব্রুয়ারি। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ৬ ফেব্রুয়ারি।

পাঁচটি পদের মধ্যে ভাইস চেয়ারম্যান তিনটি পদের বিপরীতে নয়জন, সাধারণ সম্পাদক পদে দুজন, কোষাধ্যক্ষ পদে দুজন ও যুগ্ম সম্পাদক তিনটি পদের বিপরীতে ছয়জন লড়ছেন। আর ১৪টি সদস্য পদের বিপরীতে লড়ছেন ৪১ জন।

অফিসার্স ক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সাবেক সচিব আব্দুল হান্নান।

যে পদে যারা লড়ছেন

ভাইস চেয়ারম্যান (৩) পদে এম খালিদ মাহমুদ, ডা. মো. জাকির হুসাইন মন্টু এনডিসি, রাষ্ট্রদূত মাসয়ূদ মান্নান এনডিসি, অধ্যাপক ড. পেরদৌসী খান, খোন্দকার মোস্তান হোসেন, ডা. মো. আমিনুল ইসলাম, সরকার এম মাহবুব উল আলম, মো. আজহারুল ইসলাম, ড. মো. আবুল কালাম আজাদ,

সাধারণ সম্পাদক (১) পদে মেজবাহ উদ্দিন ও মো. জাহাঙ্গীর আলম।

কোষাধ্যক্ষ (১) পদে মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও মো. মাসুম পাটওয়ারী।

যুগ্ম সাধারণ সম্পাদক (৩) পদে অধ্যাপক ডা. মনিলরার আইচ লিটু, অধ্যাপক আশরাফুন নেসা রোজী, মো. আখরারুজ্জামান, রথীন্দ্র নাথ দত্ত, মো. মাছুমুর রহমান ও তানিয়া খান।

সদস্য (১৪) পদে এম এ মজিদ, এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, মকবুল হোসেন পাইক, ইঞ্জি. সো. আতিয়ার রহমান, মোহাম্মাদ রেজাউল করিম, ড. নাশিদ রিজওয়ান মনির, ড. সৈয়দ ফিরোজ আলমগীর, স্থপতি মীর মনজুরুর রহমান, মোহাম্মদ ফজলে আহাদ কায়ছার, ড. মো. জাকেরুল আবেদীন (আপেল), ড. রেহেনা খাতুন, মো. দেলোয়ার হোসেন, রওশন আরা জামান রুবি, এ কে এম নুরুজ্জামান, আছমা সুলতানা (বন্যা), মো. আলী আকবর, আব্দুল মান্নান ইলিয়াস, শাহীন আরা মমতাজ (রেখা), মো. আলমগীর হোসেন, অধ্যাপক ডা. প্রদ্যুৎ কুমার সাহা, এ কে এম নূরুল আলম (নান্টু) অধ্যাপক রায়জানা তসলিম দোলন, জেসমিন আক্তার, মো. জসিম উদ্দিন, মহিউদ্দিন আহমেদ খান, জসীম উদ্দিন হায়দার, কাজী নজরুল ইসলাম, মোহাম্মদ শাহজালাল, মো. শহিদুল হক ভুঁইয়া, মোহাম্মদ নাছির উদ্দিন, ডা.কে এইচ মো. নিয়ামুল রুহানী, ডা. রত্না পাল, মো. লোকমান আহমেদ, এ কে এম আশরাফুল হক, রেজিনা আখতার, ডা. অসীম চক্রবর্ত্তী, ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার, মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ, স্বর্নেন্দু শেখর মন্ডল, রোকেয়া পারভীন জুঁই ও মফিজ উদ্দিন আহম্মেদ।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/টিআই /কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বনানীতে পথশিশু ধর্ষণ 
তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে এ বছরই: উপদেষ্টা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ
আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কর্মসূচির প্রশংসা বিশ্বব্যাংকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা