নগরকান্দায় জ্যেষ্ঠ সাংবাদিক লায়েকুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫০| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৫
অ- অ+

ফরিদপুরের নগরকান্দায় দৈনিক কালের কণ্ঠের সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক সদ্য প্রয়াত লায়েকুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে নগরকান্দা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক শওকত আলী শরিফের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, জেলা মহিলা লীগের সভাপতি মাহমুদা বেগম, সরকারি এম এন একাডেমির প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন মিয়া, সাবেক ভাইস চেযারম্যান চৌধুরী মারুফ হোসেন বকুল, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্যা, নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংবাদিক বেলায়েত হোসেন লিটন, বোরহান আনিচ, তৌহিদুল ইসলাম তুহিন প্রমুখ।

বক্তারা প্রয়াত সাংবাদিক লায়েকুজ্জামানের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। সেই সঙ্গে তার বিদেহী আত্মার মারফেরাত কামনা করেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আজিজুর হক মাদানী।

গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় লায়েকুজ্জামানের মৃত্যু হয়। তার বাড়ি নগরকান্দার পাইটকান্দী গ্রামে। তিনি দৈনিক কালের কণ্ঠ, মানবজমিন ও সকালের খবরসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা