নগরকান্দায় জ্যেষ্ঠ সাংবাদিক লায়েকুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল
ফরিদপুরের নগরকান্দায় দৈনিক কালের কণ্ঠের সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক সদ্য প্রয়াত লায়েকুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে নগরকান্দা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক শওকত আলী শরিফের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, জেলা মহিলা লীগের সভাপতি মাহমুদা বেগম, সরকারি এম এন একাডেমির প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন মিয়া, সাবেক ভাইস চেযারম্যান চৌধুরী মারুফ হোসেন বকুল, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্যা, নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংবাদিক বেলায়েত হোসেন লিটন, বোরহান আনিচ, তৌহিদুল ইসলাম তুহিন প্রমুখ।
বক্তারা প্রয়াত সাংবাদিক লায়েকুজ্জামানের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। সেই সঙ্গে তার বিদেহী আত্মার মারফেরাত কামনা করেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আজিজুর হক মাদানী।
গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় লায়েকুজ্জামানের মৃত্যু হয়। তার বাড়ি নগরকান্দার পাইটকান্দী গ্রামে। তিনি দৈনিক কালের কণ্ঠ, মানবজমিন ও সকালের খবরসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এআর)
মন্তব্য করুন