দক্ষিণখানে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে মাদরাসা শিক্ষার্থী ৩ বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৭ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৬

রাজধানীর দক্ষিণখান আশকোনার আসিয়ান সিটিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসা শিক্ষার্থী তিন বন্ধুর মৃত্যু হয়েছে।

তারা হচ্ছেন, জোনায়েদ, রবিউল ও ওমর ফারুক। তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর।

সত্যতা নিশ্চিত করেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান। তিনি বলেন, শুক্রবার রাত আনুমানিক ৭টা থেকে সাড়ে সাতটার সময়ে ওরা তিনজন একটি মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে জোনায়েদ মারা যায়, বাকি দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে রবিউল এর মৃত্যু হয়। ওমর ফারুককে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৯টায় সেখানকার চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে মৃত ওমর ফারুকের চাচা বাহার উদ্দিন বলেন, ‘আজ (শুক্রবার) সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে তার বাবা মো: রাজন ছেলেকে দেখতে গিয়েছিল। সেখানে তার ছেলে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ ঘুরতে বের হয়। আসিয়ান সিটি এলাকায় স্পিড বেকারের সঙ্গে লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।’

নিহত ফারুক নারায়ণগঞ্জ জেলার রুপসি থানার গন্দবপুর ওয়েল্ডিং মিস্ত্রি মো. রাজনের ছেলে। ওমর ফারুক আশকানো এলাকার একটি মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিল। তার মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/আরআর/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

নাগরিক সংগঠন ‘স্পিক বাংলাদেশ’ এর আত্মপ্রকাশ

হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘আয়নাঘর’ নয়, আছে ফুলের বাগান

গ্রিন রোডের কমফোর্ট ডায়াগনস্টিকে ভোক্তার অভিযান, পাঁচ লাখ টাকা জরিমানা

রামপুরায় খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, পুলিশের ধারণ খুন

দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলায় চাকরিচ্যুত, পুনর্বহাল দাবি কর্মচারীদের

যান্ত্রিক ত্রুটি: মালিবাগে পুলিশের গাড়িতে আগুন

ব্যাংক ম্যানেজার বাবু ও ডিবি হারুনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

দোকান বরাদ্দের মাধ্যমে পুনর্বাসন চায় ফুলবাড়িয়ার ব্যবসায়ীরা

সাত কর্মদিবসের মধ্যে চাকরি পুনর্বহাল চান পদ্মা ব্যাংকের চাকুরিচ্যুতরা

ডিএমপির এডিসি-এসি পদমর্যাদার ৫১ কর্মকর্তার বদলি

এই বিভাগের সব খবর

শিরোনাম :