দক্ষিণখানে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে মাদরাসা শিক্ষার্থী ৩ বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৬| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৭
অ- অ+

রাজধানীর দক্ষিণখান আশকোনার আসিয়ান সিটিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসা শিক্ষার্থী তিন বন্ধুর মৃত্যু হয়েছে।

তারা হচ্ছেন, জোনায়েদ, রবিউল ও ওমর ফারুক। তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর।

সত্যতা নিশ্চিত করেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান। তিনি বলেন, শুক্রবার রাত আনুমানিক ৭টা থেকে সাড়ে সাতটার সময়ে ওরা তিনজন একটি মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে জোনায়েদ মারা যায়, বাকি দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে রবিউল এর মৃত্যু হয়। ওমর ফারুককে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৯টায় সেখানকার চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে মৃত ওমর ফারুকের চাচা বাহার উদ্দিন বলেন, ‘আজ (শুক্রবার) সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে তার বাবা মো: রাজন ছেলেকে দেখতে গিয়েছিল। সেখানে তার ছেলে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ ঘুরতে বের হয়। আসিয়ান সিটি এলাকায় স্পিড বেকারের সঙ্গে লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।’

নিহত ফারুক নারায়ণগঞ্জ জেলার রুপসি থানার গন্দবপুর ওয়েল্ডিং মিস্ত্রি মো. রাজনের ছেলে। ওমর ফারুক আশকানো এলাকার একটি মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিল। তার মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/আরআর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’
মির্জাপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
এমবাপ্পের জোড়া গোল, বার্সাকে টপকে শীর্ষে রিয়াল
জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারকে ঈদ সামগ্রী দেবে জিয়াউর রহমান ফাউন্ডেশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা