গাজীপুরে ময়লার গাড়ির ধাক্কায় শ্রমিক নিহত

ময়মনসিংহ মহাসড়ক অবরোধ-ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৪| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৯
অ- অ+

গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং ময়লার ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহত ওই নারী শ্রমিকের নাম মুনিরা (৩০)। তিনি স্থানীয় বার্নহাজ টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেড কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার অশোক কুমার পাল বলেন, সকালে কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী পোশাক শ্রমিক। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়িতে ভাঙচুর চালায় এবং ময়লার গাড়িতে অগ্নিসংযোগ করে।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখায় যানচলাচল বন্ধ রয়েছে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: সাম্প্রতিক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা ও প্রাসঙ্গিক কিছু প্রশ্ন
বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা