ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, ৭ শিশুসহ দগ্ধ ৯

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০১| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৬
অ- অ+

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ অন্তত ৯ রোহিঙ্গা অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন।

শনিবার সকাল সোয়া ৮টার দিকে ক্যাম্পের ৮১ নং ক্লাস্টারে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন, ওই ক্লাস্টারের সফি আলমের মেয়ে মোবাশ্বেরা (), আবদুল হাকিমের ছেলে বশির উল্ল্যাহ (১৫), আবদুর শুক্কুরের মেয়ে রশিদা (), আজিজুল হকের মেয়ে জোবায়েদা (১১), আমেনা খাতুন (২৪), মোহাম্মদ তৈয়বের ছেলে সফি (১২), সফি আলমের ছেলে রবিউল (), আজিজুল হকের ছেলে সোহেল () তার ছেলে রাসেল ()

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ক্যাম্পের ৮১ নং ক্লাস্টারের একটি কক্ষের বারান্দায় থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে পাশে থাকা ৭ শিশুসহ অন্তত জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আগুনে ক্যাম্পের কোনো কক্ষের ক্ষয়ক্ষতি হয়নি।

ভাসানচর আশ্রয়ণের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহফুজুর রহমান জানান, অব্যবহৃত কিছু গ্যাস একটি সিলিন্ডার থেকে ছেড়ে দেওয়ার কারণে বাতাসে গ্যাস মিশে এ দুর্ঘটনা ঘটেছে। আগুনে কোনো কক্ষের বড় ধরনের ক্ষতি হয়নি। এ ঘটনায় ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলামকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন দিবেন।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা