টঙ্গীতে তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গোডাউনে লাগান আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
এর আগে রবিবার বিকাল ৪টার দিকে টঙ্গী মিল গেট এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রবিবার বিকালে টঙ্গী মিল গেট এলাকার ওই তুলার গোডাউনে হঠাৎ আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার খবরটি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/পিএস)
মন্তব্য করুন