পাবনায় প্রতিপক্ষের হাতে যুবক খুন

​​​​​​​পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৯
অ- অ+

পূর্ব বিরোধের জেরে পাবনায় প্রতিপক্ষের হাতে আবুল কাশেম নামে এক যুবক খুন হয়েছেন।

রবিবার বিকালে পাবনা সদর উপজেলার শালগাড়িয়ার এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম পাবনায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস এ চাকরি করতেন

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রাতে শালগাড়িয়ার তালবাগান খাদিজাতুল কুবরা জামে মসজিদের জলসায় আবুল কাশেমের সঙ্গে একই এলাকার সামির হোসেন ও তার বাবা লাড্ডু সুলতানের কাটাকাটি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসাও করে দেন।

রবিবার বিকালে আবুল কাশেম তার বাড়ি থেকে সামির হোসেনের বাড়ির দিকে গেলে সামিরের বাবা লাড্ডু সুলতান দেখতে পান৷ এসময় পূর্বের জমে থাকা ক্ষোভের বশবর্তী হয়ে বাড়ি থেকে চাকু এনে আবুল কাশেমকে আঘাত করতে থাকেন৷ এসময় সামিরের নেতৃত্বে আরও ৭-৮ জন যুবক সেখানে উপস্থিত হয়ে তারাও আবুল কাশেমকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর মতে উচ্ছৃঙ্খল চলাফেরা, মেয়েদেরকে উত্ত্যক্ত করাসহ নানা অভিযোগ রয়েছে সামিরের বিরুদ্ধে৷ তার বাবা লাড্ডু সুলতানও এলাকার মাস্তান বলে জানান তারা।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইইউবিএটিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
হত্যা মামলায় সাতক্ষীরার দৈনিক সাতনদীর সম্পাদক কারাগারে
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সারাদেশে আন্দোলন: রাশেদ খাঁন 
ববি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের সংহতি ও বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা