শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি হানিফ, সম্পাদক তাজুল

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৯| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৫
অ- অ+

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শরীয়তপুর জেলা আইনজীবী সীমিত ভবনে শনিবার সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে ১০টি পদে ১৮জন প্রার্থী অংশগ্রহণ করেন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আওয়ামী আইনজীবী পরিষদ কর্তৃক মনোনীত (সাদা প্যানেল) হানিফ-তাজুল পরিষদ বিজয়ী হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে অ্যাডভোকেট হানিফ মিয়া, সহসভাপতি পদে মো. আলমগীর হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তাজুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান ও লাইব্রেরি সম্পাদক পদে রেজওয়ানুল হাসান সানি নির্বাচিত হয়েছেন। এছাড়া অডিট সম্পাদক পদে আসাদুল ইসলাম শুভ্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

সভাপতি পদে অ্যাডভোকেট মো. হানিফ মিয়া পেয়েছেন ১৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মুহাম্মদ কামরুল হাসান। তিনি পেয়েছেন ১২২ ভোট।

সহ-সভাপতি পদে ছাইদুর রহমান ছাইদ পেয়েছেন ১৪৫ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. জামাল ভুঁইয়া পেয়েছেন ১৪৩ ভোট, সহ-সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন পেয়েছেন পদে ১৫১ ভোট, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. রাধা রাণী দে পেয়েছেন ১৩৯ ভোট।

এছাড়া সদস্য পদে কবির হোসেন খোকন, আমিনুর রহমান মোল্লা, সানোয়ার হোসেন মল্লিক, মোয়াজ্জেম হোসেন ও বিল্লাল হোসেন নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ২৮৫ জন ভোটারের মধ্যে ২৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে সারা দেশ, কেন এ ‘ব্ল্যাক আউট’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নে যা বললেন মুখপাত্র
গণহত্যা দিবসে জাতীয় পর্যায়ে পালন হবে যেসব কর্মসূচি
আজ জাতীয় গণহত্যা দিবস, কী ঘটেছিল একাত্তরের সেই কালরাতে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা