সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৬
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর গ্রামের অটোরিকশাচালক রজ্জব আলী হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার অনাবিল ইমাম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে রজ্জব আলী একজন অটোচালক ছিলেন। তিনি ওই গ্রামের মোল্লাবাজারের রবিউল ইসলামের গ্যারেজ থেকে ভাড়া নিয়ে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৫ ফেব্রুয়ারি সকালে অটোরিকশা চালানোর উদ্দেশ্যে বের হয়ে যান। পরে গ্রেপ্তারকৃত আলী আহাম্মেদসহ অজ্ঞাতনামা ২/৩ তাকে কৌশলে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া ব্রিজের পাশের রাস্তার ঢালে ফেলে রেখে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ছেলে মো. সানাউল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা