নোয়াখালীতে ইউপি সদস্যকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৯
অ- অ+

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাকসুদুল আলম রনি নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য যুবলীগ নেতা। ঘটনার প্রতিবাদে বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার দুপুরে আমিশাপাড়া ইউনিয়নের ইদগাহ আমিন বাজারে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ভুক্তভোগী ইউপি সদস্যের অভিযোগ স্থানীয় সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

ইউপি সদস্য বলেন, ‘আমার ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী মইন, ফয়সাল, রিপন, জাহাঙ্গীর তারেক মোটা অঙ্কের টাকা দাবি করে। তাদের দাবিকৃত টাকা না দেওয়ায় হুমকি দিতে থাকে। এর ধারবাহিকতায় গত ১১ ফেব্রুয়ারি বিকালে আমি মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে তারেক রিপন প্রথমে আমার গাড়ির গতিরোধ করে। পরে তাদের অন্য সহযোগীরা এসে আমার কাছে টাকা দাবি করলে আমি অপারগতা প্রকাশ করি। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশের ফেলে চলে যায়। যাওয়ার সময় হামলাকারীরা আমার সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন নিয়ে যায় এবং আমার মোটরসাইকেলটি ভাঙচুর করে। পরে এলাকার লোকজন আমাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে প্রায় এক সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে রাখার পর আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসি। এখনও ওই সন্ত্রাসীরা আমাকে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এমতাবস্থায় আমি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আছি।

বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়া জানান, সন্ত্রাসীদের ভয়ে যেখানে জনপ্রতিনিধি নিরাপত্তাহীনতায় ভুগছে, সেখানে আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তারা।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারী/প্রতিনিধি/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা