বাবার মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিল মেয়ে

বাবার মরদেহ ঘরে রেখে অশ্রুসিক্ত নয়নে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করল মেয়ে মেমেসিং মারমা। মেমেসিং কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের ২৪ সালের এসএসসি পরীক্ষার্থী।
মঙ্গলবার সকালে তার বাবার মরদেহ ঘরে রেখে ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশ করে। নিহত উপাচিং মারমা (৪৭) সোমবার বিকালে কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন কুকিমারা পাড়া এলাকার বাসিন্দা এবং মেমেসিং মারমার বাবা। ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা জানান মেমেসিং মারমা এবার এসএসসি পরীক্ষার্থী। সে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের ব্যবসা বিভাগের শিক্ষার্থী।
মেয়ের পরীক্ষা শেষে ধর্মীয় কার্যাদি সম্পন্ন করে বিকালে তার বাবার লাশ দাহ করা হবে।
উল্লেখ্য, নিহত ব্যক্তি পেশায় একজন দরিদ্র কৃষক।
(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এআর)

মন্তব্য করুন