সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ফরিদপুরের সালথায় নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. শওকত হোসেন (২৫) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আজম শেখ (৪০) গট্টি ইউনিয়নের ঝুনাখালি গ্রামের আজাহার শেখের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানান, বুধবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে আজম ও শওকত ঠেনঠেনিয়া বাজারে যাচ্ছিলেন। পথে ভাবুকদিয়া জাহাঙ্গীর মোল্যার বাড়ির সামনে গেলে অপরদিক থেকে আসা একটি নসিমন গাড়ির সঙ্গে তাদের বহনকারী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আজম ও শওকত গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর কর্মরত চিকিৎসকরা আজমকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন