চিত্রাংকন প্রতিযোগিতায় ফেনী জেলায় প্রথম নাশরাহ

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৭

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর চিত্রাংকন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে দাগনভূঞা আতাতুর্ক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ও দাগনভূঞা উজ্জীবক আর্ট স্কুলের শিক্ষার্থী জান্নাতুল আদনিন নাশরাহ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ফেনী জেলার ছয়টি উপজেলা থেকে ছয়জন অংশগ্রহণ করে। জান্নাতুল আদনিন নাশরাহ দাগনভূঞা উপজেলা থেকে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। সে আগামীতে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

ওইদিন সকালে প্রতিযোগিতায় উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হক, ফেনী পিটিআই সুপারিন্টেন্ডেন্ট আয়েশা আখতার।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :