লিপ ইয়ারে সুসংবাদ দিলেন দীপিকা-রণবীর, গুঞ্জন হচ্ছে সত্যি

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৬| আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৪
অ- অ+

লিপ ইয়ারে সুসংবাদ দিলেন বলিউডের তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানালেন, তারা প্রথম সন্তানের অভিভাবক হতে চলেছেন। আগামী সেপ্টেম্বরে পৃথিবীর আলোয় আসবে সেই নতুন সদস্য।

দীপিকা মা হতে চলেছেন, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছিল। কিন্তু এ ব্যাপারে মুখ খুলছিলেন না তারকা দম্পতি। অবশেষে আনুষ্ঠানিকভাবে খুশির খবর দিলেন দীপিকা-রণবীর। পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছাবার্তায় ভরে গেছে কমেন্ট বক্স।

আয়ুষমান খুরানা, দর্শনা বণিকসহ একাধিক তারকা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। শ্রেয়া ঘোষাল লিখেছেন, ‘ও বাবা। দারুণ খুশির খবর। খুব খুশি তোমাদের জন্য।’ সদ্য বিবাহিতা রকুলপ্রীত সিং লেখেন, ‘দারুণ খুশির খবর।’

তারকা দম্পতির এক ভক্ত লেখেন, ‘আমি আনন্দে রীতিমত চিৎকার করছি। উফ কী যে আনন্দ হচ্ছে।’ আরেকজন লেখেন, ‘অবশেষে সেই দুর্দান্ত খবর। ভীষণ খুশি আপনাদের জন্য। ভালো থাকুন।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘জানি আপনি একজন দুর্দান্ত মা হবেন। খুব ভালো থাকুন আপনারা তিনজন।’

২০১৮ সালের ৩ নভেম্বর ইতালিতে বিয়ে করেন দীপিকা ও রণবীর। তার আগে দীর্ঘ ছয় বছর তারা চুটিয়ে প্রেম করেন। পরে পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়। সেই বিয়ের ছয় বছর পর অবশেষে সুখবর দিলেন তারকা জুটি। তাদের প্রথম সন্তানের জন্য আপাতত সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা।

(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে বসে আছে: আমিনুল হক
ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন শনিবার, অংশ নেবেন ১০ হাজার দৌড়বিদ
সাবেক রাষ্ট্রপতি হামিদের ভাতিজার বিলাসবহুল রিসোর্টে আগুন
শেখ হাসিনার বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই: জয়সওয়াল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা