নোয়াখালীতে খতনার সময় শিশুর পুরুষাঙ্গের অংশ বিচ্ছিন্ন করলো হাজাম

​​​​​​​নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৩
হাসপাতালে আহত শিশু শাহাদাত।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের পর এবার সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে খতনা করার সময় শাহাদাত হোসেন () নামের এক শিশুর লিঙ্গের একটি অংশ (মাথা) কেটে ফেলার ঘটনা ঘটেছে। ঘটনায় অভিযুক্ত হাজম মামুনকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় লিঙ্গের কাটা অংশসহ শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলার নদনা ইউনিয়নের সরকার বাড়িতে ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু ওই বাড়ির নিজাম উদ্দিনের ছেলে।

আটককৃত মামুন জেলার সুবর্ণচর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সোনাইমুড়ীর বিভিন্ন স্থানে হেঁটে হেঁটে শিশুদের সুন্নতে খতনা করতো মামুন। বৃহস্পতিবার বিকালে শিশু শাহাদাতকে খতনা করানোর জন্য মামুনকে খবর দেওয়া হয়। পরে ওই বাড়িতে এসে ক্ষুর দিয়ে শিশুটির খতনার কাজ শুরু করে মামুন। এসময় শিশু শাহাদাতের লিঙ্গের সামনের (মাথা) অংশ কেটে মাটিতে ফেলে দেয় সে। এতে শাহাদাতের প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় লিঙ্গের মাথার কাটা অংশ সহ শাহাদাতকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানভীর হায়দার জানান, হাজাম দ্বারা খতনা করতে গিয়ে ওই শিশুর লিঙ্গের সামনের অংশ কেটে ফেলা হয়েছে। পরে রোগীর স্বজনরা লিঙ্গের কাটা অংশসহ তাকে হাসপাতালে নিয়ে আসে। এখানে লিঙ্গের কাটা অংশ ফ্রিজআপ করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

রংপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত

গাইবান্ধায় নদীতে ব্লক ফেলার সময় ট্রলার ডুবি, দুই শ্রমিক নিখোঁজ

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হরিণাকুণ্ডে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

ধামরাইয়ে বিয়ের দাবিতে আ.লীগ নেতার বাড়িতে তরুণীর অনশন

বগুড়ায় নিজেদের অফিসে আগুনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা আসামি

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ফেনীতে গায়েবানা জানাজা 

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে খুন

মুক্তিযোদ্ধাদের কোনো কোটাই এখন আর নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার শিকার ৬ সাংবাদিক

এই বিভাগের সব খবর

শিরোনাম :