ফরিদপুরে অমর একুশে গ্রন্থমেলা সমাপ্ত

ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে শেষ হলো অমর একুশে গ্রন্থ মেলা। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে এই মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। গত ২১ ফেব্রুয়ারি ৯ দিনব্যাপী এই মেলা শুরু হয়।
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে মেলার সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. রওশন ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
মেলার সমাপনীতে জেলা প্রশাসনের কর্মকর্তা, স্টল মালিক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ফরিদপুরের এই গ্রন্থ মেলায় ৩০টি স্টল অংশ নেয়। এই মেলায় ২১ জন লেখক তাদের বই প্রকাশ করেছেন।
মেলার সমাপনীতে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, বই পড়তে হবে, বই পড়ে নিজেদের আবিষ্কার করতে হবে। আগামী প্রজন্ম যাতে বই পড়তে উৎসাহিত হয় সে ব্যাপারে ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, বই পড়া মানুষের চিন্তা শক্তিকে আরও উচ্চতর করে, মানুষের বড় জগৎকে সমৃদ্ধ করে। আর এই জন্যই আমাদের প্রত্যেক অভিভাবকের উচিত তার সন্তানদের বই পড়ার বিষয় উৎসাহিত করা। শুধু পাঠ্যপুস্তক পড়লেই চলবে না, আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য ইতিহাস বিজ্ঞান ধর্মীয় সব ধরনের বই পড়ার অভ্যাস করতে হবে।
(ঢাকা টাইমস/০১মার্চ/প্রতিনিধি/এসএ)
মন্তব্য করুন