বেইলি রোডে আগুন: এক্স-রে বিভাগে লোকবল না থাকায় আহতদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৪, ১০:০৭| আপডেট : ০১ মার্চ ২০২৪, ১০:১০
অ- অ+

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে লাগা আগুনে অগ্নিদগ্ধদের রাতেই আনা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে। তবে হাসপাতালটির এক্স-রে বিভাগে পর্যাপ্ত সংখ্যক লোকবল না থাকায় আহতদের এক্স-রে করাতে ভোগান্তির শিকার হতে হয়েছে।

শুক্রবার সকালে হাসপাতালটিতে আসা একাধিক রোগীর স্বজন ঢাকা টাইমসকে এমন অভিযোগের কথা বলেন। এক রোগীর মামা বলেন, ‘এখানে আনার পর এক্স-রে করার কথা বলা হলেও দুই ঘণ্টা এক্স-রে বিভাগের সামনে অপেক্ষা করে তিন ঘণ্টার মাথায় এক্স-রে করানো লাগল।’

এ বিষয়ে জানতে চাইলে এক্স-রে রুমের কর্তব্যরত আনসার সদস্য জানান, ‘এক্স-রে করার জন্য এখানে এখন মাত্র দুজন কাজ করছেন। এজন্য রোগীর চাপ বাড়লে একটু সমস্যায় পড়তে হয়। আরও কয়েকজন লোক থাকা প্রয়োজন।’

বৃহস্পতিবার রাতে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে কাচ্চি ভাই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন। ভয়াবগ সেই এখন পর্যন্ত ৪৪ জন নিহতের তথ্য নিশ্চিত করা হয়েছে। গুরুতর আহত অন্তত ২২ জন।

(ঢাকাটাইমস/১মার্চ/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা