কাচ্চি ভাইতে দাওয়াতে গিয়ে একসঙ্গে তিন বোনের শেষ বিদায় 

তাওহিদুল ইসলাম, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৪, ১৮:০৩| আপডেট : ০২ মার্চ ২০২৪, ১০:০৫
অ- অ+

দুই বোন আলিশা (১৮) ও রিয়া (২২)। খালাতো বোন নিমুকে (২০) নিয়ে দাওয়াত খেতে এসেছিলেন বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁয়। এরপর তাদের ঠিকানা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনের কাচ্চি ভাই রেস্তোরাঁয় আগুনে তারা তিন জনই মারা গেছেন।

স্বজনরা জানান, ‘নিহত তিন বোনের ভীষণ মিল ছিল। শেষ পর্যন্ত ওরা একসঙ্গেই চলে গেলো।’

ঢাকা মেডিকেলে নিহতদের স্বজনরা জানান, ২৮ ফেব্রুয়ারি আলিশার জন্মদিন ছিল। এ উপলক্ষে ডায়মন্ডের কানের দুল কিনেছিল সে। কিন্তু তা আর পরা হলো না।

আর রিয়া (২২) উচ্চশিক্ষার জন্য সূদুর মালয়েশিয়া পড়াশোনা করত। বান্ধবীর বিয়ের আমন্ত্রণে দেশে আসেন। ২ মার্চ শনিবার তার মালয়েশিয়া যাওয়ার জন্য ফ্লাইট ছিল। কিন্তু তারও আর মালয়েশিয়া যাওয়া হলো না। আলিশা ও রিয়ার খালাত বোন নিমু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী। এ বছর এইচএসসি পরীক্ষার্থী। কিন্তু তারও আর পরীক্ষার হলে বসা হলো না।

বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে লাশের অপেক্ষা করছিলেন আলিশার বান্ধবীর মা মুনিয়া। তখনও আলিশা, রিয়া ও নিমুর স্বজনরা এসে পৌঁছাননি ঢাকা মেডিকেলে।

মুনিয়া ঢাকা টাইমসকে বলেন, ‘ওরা তিন বোন বেইলি রোডের কাচ্চি ভাইতে দাওয়াত খেতে গেছিলো। এরপর আর ফেরা হলো না।’

শুক্রবার বিকাল ৩টায় মুনিয়া ঢাকা টাইমসকে বলেন, ওদের তিন বোনের মদেহ আমরা বুঝে পেয়েছি। জানাজা-দাফন হবে কিছু সময় পর। নিহত তিনজনের বাড়িই কুমিল্লায়।

(ঢাকাটাইমস/০১মার্চ/টিআই/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইবাদত বন্দেগীতে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত
রূপগঞ্জে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন, শিশুর মৃত্যু
রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শনিবার
ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে রাষ্ট্র সংস্কার জরুরি: ফয়জুল করীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা