কাচ্চি ভাইতে দাওয়াতে গিয়ে একসঙ্গে তিন বোনের শেষ বিদায় 

তাওহিদুল ইসলাম, ঢাকা টাইমস
| আপডেট : ০২ মার্চ ২০২৪, ১০:০৫ | প্রকাশিত : ০১ মার্চ ২০২৪, ১৮:০৩

দুই বোন আলিশা (১৮) ও রিয়া (২২)। খালাতো বোন নিমুকে (২০) নিয়ে দাওয়াত খেতে এসেছিলেন বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁয়। এরপর তাদের ঠিকানা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনের কাচ্চি ভাই রেস্তোরাঁয় আগুনে তারা তিন জনই মারা গেছেন।

স্বজনরা জানান, ‘নিহত তিন বোনের ভীষণ মিল ছিল। শেষ পর্যন্ত ওরা একসঙ্গেই চলে গেলো।’

ঢাকা মেডিকেলে নিহতদের স্বজনরা জানান, ২৮ ফেব্রুয়ারি আলিশার জন্মদিন ছিল। এ উপলক্ষে ডায়মন্ডের কানের দুল কিনেছিল সে। কিন্তু তা আর পরা হলো না।

আর রিয়া (২২) উচ্চশিক্ষার জন্য সূদুর মালয়েশিয়া পড়াশোনা করত। বান্ধবীর বিয়ের আমন্ত্রণে দেশে আসেন। ২ মার্চ শনিবার তার মালয়েশিয়া যাওয়ার জন্য ফ্লাইট ছিল। কিন্তু তারও আর মালয়েশিয়া যাওয়া হলো না। আলিশা ও রিয়ার খালাত বোন নিমু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী। এ বছর এইচএসসি পরীক্ষার্থী। কিন্তু তারও আর পরীক্ষার হলে বসা হলো না।

বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে লাশের অপেক্ষা করছিলেন আলিশার বান্ধবীর মা মুনিয়া। তখনও আলিশা, রিয়া ও নিমুর স্বজনরা এসে পৌঁছাননি ঢাকা মেডিকেলে।

মুনিয়া ঢাকা টাইমসকে বলেন, ‘ওরা তিন বোন বেইলি রোডের কাচ্চি ভাইতে দাওয়াত খেতে গেছিলো। এরপর আর ফেরা হলো না।’

শুক্রবার বিকাল ৩টায় মুনিয়া ঢাকা টাইমসকে বলেন, ওদের তিন বোনের মদেহ আমরা বুঝে পেয়েছি। জানাজা-দাফন হবে কিছু সময় পর। নিহত তিনজনের বাড়িই কুমিল্লায়।

(ঢাকাটাইমস/০১মার্চ/টিআই/আরআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয়, সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হাসিনা-থাভিসিন দ্বিপাক্ষীক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক: টিআইবি

রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে ঢাকা-ব্যাংকক: পররাষ্ট্রমন্ত্রী

একযোগে আট বিভাগে সম্পন্ন হলো ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৭৬ বছরের রেকর্ড ভাঙছে তাপপ্রবাহ

তাপপ্রবাহে রেলের কর্মীদের জন্য ৫ নির্দেশনা

মানবসম্পদ উন্নয়নে উচ্চ শিক্ষার বিকল্প নেই: স্থানীয় সরকার মন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :