বোয়ালমারীতে জাতীয় ভোটার দিবস উদযাপন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২৪, ১৩:১১
অ- অ+

‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। এ ছাড়াও উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি পৌরবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।

এসময় আরও বক্তব্য দেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মহাম্মদ আদিল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা জসিমউদদীন প্রমুখ।

(ঢাকা টাইমস/০২মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা