বেইলি রোডে আগুন
কাচ্চি ভাইয়ের ম্যানেজারসহ ৪ জন রিমান্ডে

রাজধানীর বেইলি রোডের গ্রিণ কোজি কটেজ নামের ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় কাচ্চি ভাইয়ের ম্যানেজার ও চা চুমুকের দুই মালিকসহ চারজনের প্রত্যেককে ২ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
চারজন হলেন, কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিণ কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল।
শনিবার মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরি এই রিমান্ড মঞ্জুর করেন।
এদিন তাদেরকে আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আনছার মিলটন রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরি ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে শুক্রবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন জানিয়েছেন, ‘ভবনের মালিক থেকে শুরু করে এই ঘটনায় যার দায় পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের মালিকের দায়িত্বের কোনো অবহেলা রয়েছে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত ২৯ ফেব্রুয়ারি রাতে গ্রিণ কোজি ভবনে লাগা আগুনে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে এখনো অনেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
(ঢাকাটাইমস/০২মার্চ/এলএম/এসআইএস)

মন্তব্য করুন