রবি’র স্পন্সরে নতুন জার্সি পরে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল

আজ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলংকা’র প্রথম টি-২০ ম্যাচ। ম্যাচটির নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত এই ম্যাচে আরও একবার রবি’র স্পন্সরে নতুন জার্সি পরে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।
বর্ণিল এই জার্সির বেশিরভাগ অংশে আছে সবুজ রং। দুই পাশে কাঁধের কাছাকাছি জায়গায় আছে লাল রংয়ের একাধিক ছটা। প্রথমবার ২০১৫ সালে জাতীয় দলের টাইটেল স্পন্সর হিসেবে যাত্রা শুরু হয় রবির। এই সময় জাতীয় ক্রিকেট দল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের ফিল্য অর্জন করে। এছাড়াও ২০১৬ সালে বাংলাদেশ এশিয়া কাপে রানার্স আপ এবং ২০১৭-তে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেয়।
বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট মানেই এক ধরণের আবেগ। নতুন এই জার্সি, বিশ্বমঞ্চে বাংলাদেশী ক্রিকেটার এবং ফ্যানদের মাঝে এক অসাধারণ জয়ের অনুপ্রেরণা জুগিয়ে এগিয়ে যাবে বিজয়ের পথে। নতুন জার্সিতে নতুন এক উদ্যমে জানি বাংলাদেশ, পারবে তুমিও!আরো জানতে: https://www.robi.com.bd/en/personal/brand/robi-has-become-the-proud-sponsor-of-bangladesh-national-cricket-team-again?utm_source=ADA&utm_medium=DhakaTimes&utm_campaign=4800020270_Jersey_Takeover
(ঢাকাটাইমস/০৪মার্চ)

মন্তব্য করুন