রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৪, ১২:৫৪
অ- অ+

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় রাসেল ভাইপার সাপের কামড়ে শেখ লালমিয়া (৩৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান। গত শুক্রবার দুপুরে ভুট্টা খেতে পানি দেয়ার সময় রাসেল ভাইপার সাপে তাকে ছোবল দেয়।

মৃত শেখ লালমিয় উপজেলার চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের কাজিকান্দা গ্রামের শেখ ইদ্রিসের ছেলে। তার ৬-৭ বছরের এক ছেলে ও ১৫-২০ দিন বয়সী এক মেয়ে আছে।

মৃত লালমিয়ার চাচাতো ভাই শহিদুল ইসলাম বলেন, গত ১ মার্চ (শুক্রবার) লালমিয়া ভাই ভুট্টা খেতে পানি দেওয়ার সময় দুপুরের দিকে বিষধর ‘রাসেলস ভাইপার’ সাপে কামড় দেয়। তাৎক্ষণিক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (ফরিদপুর ২৫০ বেড হসপিটাল) নেয়া হয়। সেখানে ৫ দিন ভর্তি ছিল লালমিয়া।

মঙ্গলবার রাতে হাসপাতালের চিকিৎসকরা জানান, লালমিয়ার কিডনি এবং ফুসফুস নষ্ট হয়ে গেছে। পরে কবিরাজি চিকিৎসা জন্য ফরিদপুর সদর উপজেলা খুশির দোকান গজারিয়া কবিরাজের বাড়িতে নিয়ে যায়। বুধবার দিবাগত রাত ২টার দিকে কবিরাজের বাড়িতেই লাল মিয়ার মৃত্যু হয়।

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলে। এর আগে লেছড়াগঞ্জ চরসহ চরাঞ্চলে সাপের কামড়ে কয়েকজন মারা গেছে। গতরাতে লালমিয়া মারা গেছে। ৫-৬ দিন আগে লালমিয়াকে রাসেল ভাইপার সাপে কামড় দেয়।

(ঢাকা টাইমস/০৭মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা 
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: মোদি-শেহবাজকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন যুগান্তরের ইমন রহমান
হবিগঞ্জে সমন্বয়কারীদের ওপর  হামলার অভিযোগে দুজন গ্রেফতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা