খাগড়াছড়িতে শিক্ষক-শিক্ষার্থীদেরকে সংবর্ধনা 

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৪, ০৯:২৭| আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৯:৪০
অ- অ+

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সদ‌্য নিয়োগকৃত শিক্ষকদের বরণ, প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ২০২২ শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষক এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপদক প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাটিরাঙ্গা উপজেলা শাখার আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়।

মা‌টিরাঙ্গা উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি মো. এরশাদ আলীর সভাপতিত্বে ও উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সাংগঠ‌নিক সম্পাদক র‌বিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম‌্যান রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল, মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা আশরাফুল আলম সিরাজী, মাটিরাঙ্গা পৌরসভার প‌্যানের মেয়র মোহাম্মদ আলীসহ প্রমুখ।

এসময় খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তান, আমরা শিক্ষকরা সবাই শিক্ষিত, আমরা আমাদের বিবেকের কাছে দায়বদ্ধ। তাই কর্তব‌্য অবহেলা করার অবকাশ এখানে থাকতে পারে না। আমাদের চাকরি হচ্ছে শিক্ষার্থীদের মানুষ করা, জ্ঞানের আলো বিতরণ করা।

(ঢাকা টাইমস/০৮মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা