সহিংসতায় জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না: লাবু চৌধুরী

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৪, ০৮:৩৬| আপডেট : ১০ মার্চ ২০২৪, ১১:২৬
অ- অ+

সহিংসতায় জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

তিনি বলেন, কে কাকে ভোট দিয়েছে বা কে কার লোক এটা দেখব না। সহিংসতায় জড়ালেই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সব ধরনের অপসংস্কৃতিমূলক কর্মকাণ্ড বন্ধ করা হবে।

শনিবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এসব কথা বলেন।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। মাদকের ভয়ানক থাবা থেকে বাঁচতে হলে সকলকে সচেতন হতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন।

বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তরের মহাপরিচালক ও কলেজের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতব্বর, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরজ্জামান সরদার, সালথা উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালী, কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, আওয়ামী লীগ নেতা কাজী শাহ্জামান বাবুল, যুদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রব মোল্যা, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান খায়ের মুন্সি, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মকুল, যুবলীগ নেতা আজাদ হোসেন, খন্দকার সাজ্জাদ, রুমানুজ্জামান রুমান প্রমুখ।

(ঢাকাটাইমস/১০মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি
চলচ্চিত্র নির্মাণে ৪০ লাখ টাকা সরকারি অনুদান পেলেন জবির তিন শিক্ষার্থী
খুলনার নাছিরপুর খাল উন্মুক্ত, ২০ গ্রামের মানুষের উচ্ছ্বাস 
জুলাই নিয়ে অপপ্রচারের মাধ্যমে শহীদদের অপমান করছে আ.লীগ: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা