পাবনায় নিখোঁজ রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার

পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় বাড়ি থেকে নিখোঁজের পর মো. আজাদ (২১) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে মোশাররফ চেয়ারম্যানের প্রজেক্টের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. আজাদ দাপুনিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে। পেশায় রাজমিস্ত্রি আজাদ গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানান তার বাবা।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ রওশন আলী জানান, এ বিষয়ে তদন্ত চলছে। নিখোঁজের বিষয়ে থানায় জিডিও করা আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৩মার্চ/এআর)

মন্তব্য করুন