খালের কর্তৃত্ব নিয়ে দুপক্ষের সংঘর্ষে শিশু নিহত

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৪, ১১:৩০
অ- অ+

নেত্রকোণার মদনে যাত্রাখালী খালের কর্তৃত্ব নিয়ে স্থানীয় দুইপক্ষের সংঘর্ষে সবুজ মিয়া (১০) নামে এক শিশু নিহত হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।

শুক্রবার (১৫ মার্চ) বিকালে উপজেলা ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

নিহত সবুজ মিয়া উপজেলার ফতেপুর গ্রামের আশেকের ছেলে।

আহতরা হলেন- একই গ্রামের সোলেমান মিয়া (২০), আব্দুল হেকিম (৪৫), হৃদয় মিয়া (৩০) ও মো. আশেক মিয়া (৪০)।

আটককৃতরা হলেন- মো. মল্লিক মিয়া (৫০), আনচু মিয়া (৬০) ও চাঁন মিয়া (৪৫)। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। আটককৃতরা সবাই ফতেপুর গ্রামের বাসিন্দা।

(ঢাকাটাইমস/১৬মার্চ/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা জামালপুরের কৃষক 
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
ঝিকরগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা