রূপগঞ্জে দেড় হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলীর উদ্যোগে দেড় হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব আগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিতি ছিলেন- সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, আওয়ামী লীগ নেতা নবী হোসেন, ১নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান, যুবলীগ নেতা মামুন মিয়া, আবু সুফিয়ান প্রমুখ।
(ঢাকা টাইমস/১৭মার্চ/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন