ইসরায়েলি হামলায় শীর্ষ ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১১:২৪ | প্রকাশিত : ১৯ মার্চ ২০২৪, ১১:১৯
গাজার পুলিশ অপারেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফায়েক আল-মাভুহ

উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একজন সিনিয়র ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। খবর আনাদোলুর।

সোমবার এক বিবৃতিতে মিডিয়া অফিস বলেছে, গাজা শহরের আল-শিফা হাসপাতালে ইসরায়েলি অভিযানে গাজার পুলিশ অপারেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফায়েক আল-মাভুহ নিহত হয়েছেন।

মিডিয়া অফিস জানিয়েছে, আল-মাভুহ ফিলিস্তিনি উপজাতি এবং ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর সাথে উত্তর গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের সমন্বয়ের দায়িত্বে ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসরায়েল যে গাজায় বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে চাইছে এবং উত্তর গাজার লক্ষাধিক ক্ষুধার্ত মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছানোর কাজে বাধা দিতে চাইছে, এই অপরাধ সেটিই সবার সামনে তুলে ধরেছে।’

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার প্রধানকে হত্যা করেছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা আল-শিফা হাসপাতালে হামাস নেতাদের উপস্থিতি সম্পর্কে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা, শিন বেইত এবং সামরিক গোয়েন্দাদের কাছ থেকে গোয়েন্দা তথ্য পেয়েছিল।

এর আগে সোমবার ভোরের দিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা আল-শিফা হাসপাতালে হামলা চালিয়েছে। হাসপাতালটিতে হাজার হাজার অসুস্থ ও আহত রোগীর পাশাপাশি বাস্তুচ্যুত বহু মানুষ রয়েছেন।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কেএএন জানিয়েছে, সোমবারের অভিযানে প্রায় ৮০ ফিলিস্তিনিকে এই হাসপাতাল থেকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। পাশাপাশি ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস।

তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও। পাঁচ মাসের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় গাজায় ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৭০ শতাংশেরও বেশি নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :