তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৫:৪৪ | প্রকাশিত : ১৯ মার্চ ২০২৪, ১৫:৪০

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি। আগামী তিন মাসের মধ্যে এই সম্পত্তি সরকারকে বুঝিয়ে দিয়ে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন।

হাইকোর্ট গৃহায়ণ ও গণপূর্ত সচিবকে সম্পত্তি পাওয়ার ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রার অফিসের মাধ্যমে এই আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

আদালত বলেন, কোর্ট অব সেটেলমেন্টের মাধ্যমে ওই সম্পত্তি দেওয়া হয়নি।

২০২২ সালের ৩১ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী ও বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য সায়েদুল হক সুমন জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দাখিল করেন।

আবেদনে সুমন বলেন, কাগজপত্র জাল করে খুলনা-৪ আসনের সংসদ সদস্য মুর্শেদীকে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের বিলাসবহুল ভবনের মালিকানা দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

এর আগে রিটের শুনানির সময় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান হাইকোর্টকে বলেন, কমিশন তদন্তে দেখেছে, মুর্শেদীকে গুলশানের বাড়ি ও প্লট বরাদ্দের সময় প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ১১ জনের বিরুদ্ধে দণ্ডবিধি ও ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনের ৫(২) ধারায় ফৌজদারি মামলা করে দুদক।

২০২২ সালের ১৩ নভেম্বর ওই বাড়ি সম্পর্কিত নথি হাইকোর্টে দাখিল করা হয়। পরের বছরের ৩০ জানুয়ারি এ সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, বাড়িটি পরিত্যক্ত সম্পত্তির তালিকায় নেই।

এ বছরের ফেব্রুয়ারি আদালতে দেওয়া দুদকের এক প্রতিবেদনে দাবি করা হয়, সালাম মুর্শেদী জালিয়াতি করে ওই সম্পত্তি দখল করেছেন।

(ঢাকাটাইমস/১৯মার্চ/কেএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :