পূবাইলে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৪, ১৬:২৪
অ- অ+

গাজীপুর মহানগরীর পূবাইলে ১২ বছর বয়সী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ মো. লাবু হোসেন ওরফে জুয়েল (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাকে আটক করা হয়।

এ বিষয়ে ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে সোমবার রাতে পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

আটককৃত মো. লাবু হোসেন ওরফে জুয়েল লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মো. সোলাইমান গনির ছেলে। আসামি পূবাইল থানাধীন বসুগাঁও শুক্রর মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিমের মা গার্মেন্টসে ও বাবা কাঠের সমিলে চাকরি করেন। তাদের দুই মেয়ে। দুই বোন বাসায় থাকতো। দুই মেয়েকে বাড়িতে রেখে বাবা ও মা দুজনেই কাজে চলে যান। আসামি তাদের পাশের বাড়িতে ভাড়া থাকেন। সোমবার বেলা ১১টার দিকে ভিকটিমের বাবা-মায়ের অনুপস্থিতিতে ঘরের মধ্যে ঢুকে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি ভয়ে চিৎকার করে। পরবর্তীতে প্রতিবেশীরা মেয়ের চিৎকার শুনে দ্রুত ঘরের দিকে এগিয়ে আসলে আসামি ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, এ ঘটনায় সোমবার দিবাগত রাতে থানায় মামলা হয়েছে। অভিযোগ পাওয়ার কিছুক্ষণ পর আসামিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/১৯মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা