চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজের আইপিএল সেরা বোলিং
বাংলাদেশ শ্রীলঙ্কা টি-২০ সিরিজে ছিলেন সাদামাটা। অনেকটা নিজেকে হারিয়ে খুঁজছিলেন। ওয়ানডে সিরিজের একটি ম্যাচে সাইড বেঞ্চেও বসে থাকতে হয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে ভারতের মাটিতে পা রেখেই যেন বদলে গেলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ঘরের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ ফিজ চমক দেখিয়েছেন আইপিএলের প্রথম ম্যাচে। চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক হওয়া ম্যাচে ছাপিয়ে গেছেন আগের পাঁচ আসরের পারফরম্যান্সকে। করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। ৪ ওভার বোলিং করে ২৯ রান খরচ করে নিয়েছেন ৪ উইকেট। এদিন তার বোলিংয়ে কুপোকাত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টপ অর্ডার।
শেষ দিকে রাওয়াত ও দীনেশ কার্তিকের ঝড়ো গতির ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে বেঙ্গালুরু ৬ উইকেটের বিনিময়ে সংগ্রহ করেছে ১৭৩ রান। কার্তিক ২৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন আর ২৫ বলে ৪৮ রান করে শেষ বলে রান আউট হন রাওয়াত।
(ঢাকাটাইমস/২২মার্চ/পিএস)