রামগড়ে ৬৫ পিস ইয়াবাসহ আটক ১, সিএনজি জব্দ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৪, ০৯:৪৬
অ- অ+

খাগড়াছড়ির রামগড় সদর ইউনিয়নের সোনাইআগা এলাকা থেকে ৬৫ পিস ইয়াবাসহ মো.আনোয়ার হোসেন (৪২) নামে একজনকে আটক ও একটি সিএনজি জব্দ করেছে রামগড় থানা পুলিশ।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটককৃত মো.আনোয়ার হোসেন রামগড় সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনাইআগা এলাকার বাসিন্দা মো. সিরাজ মিয়ার ছেলে।

রামগড় থানার এসআই মো. তারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করে রাত ৭টা ৫০ মিনিটে মো.আনোয়ার হোসেনকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি সহ আটক করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) দেব প্রিয় দাশ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/প্রতিনিধি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা